হোক তবে নতুন কিছু

নতুন (এপ্রিল ২০১২)

বিষণ্ন সুমন
মোট ভোট ৫৭ প্রাপ্ত পয়েন্ট ৫.৩৮
  • ৪৮
  • ৩৮
এই শোন ।

আমাকে বলছো ?

নয় তো কি ।
তুমি ছাড়া আর কাকেই বা
আমার না বলা কথাগুলো শোনাবো ?

বাহ্ রে ! আমি কি তেমন কেউ ?

হয়তো নও ; কিন্তু হতে তো পারো।

ঈশ ! আমার বয়েই গেছে ।

জানো, তোমাকে একটা কিছু দিতে ইচ্ছে করে ।

আমাকে দেবে ? অবাক করলে !
আমায় কিছু দেবার মত সামর্থ্য কি তোমার আছে ?
তোমার তো আর শত আনন্দের ফুল ফুঁটানো
বাগান-পাট নেই ।
স্বপ্নের সীমানা পাড়ি দেবার মত
এক জোড়া ডানা নেই ।
তারার মুক্তোয় মালা গাঁথবার জন্য
সুনিপুণ হাত নেই ।
অথচ আমার যা আছে
তার জন্য তোমার
কিছু একটা তো থাকা চাই।

আমি জানি আমার কিছু নেই।
আবার এও জানিনা তোমার কি চাই।
তবে আমারও এমন কিছু আছে
যা হয়তো তোমার প্রয়োজন।

আবারো অবাক করলে !
তুমি কি জানো
আমার কাছে একটা ছোট্ট পাখি আছে।
যার দেহখানি আঁকড়ে আছে নিষ্কলঙ্ক শুভ্রতা।
ওর কণ্ঠের মূর্ছনা তোমায় আপ্লুত করবে।
কিন্তু, ওকে আদর দেবে
তেমন এক জোড়া কোমল ডানা তোমার কই ?
পরম নিশ্চিন্তে আগলে রাখবে
এমন কোনও অতুলনীয় আশ্রয় তো তোমার নেই।
অথচ ওর জন্য বিন্দু বিন্দু ভালোবাসায় ঘেরা
একটা নরম পালকের উষ্ণ আশ্রয় তো চাই।

হয়তো ওকে মিষ্টি আদরে রাঙাবার মত
আমার এক জোড়া ডানা নেই।
গভীর মমতায় আঁকড়ে রাখবো
তেমন কোনও নিশ্চিন্ত আশ্রয়ও নেই।
কিন্তু, আমার তো আছে একটা বিস্তৃত আকাশ।
আমার আকাশটাতে
তোমার পাখিকে ওড়তে দেবো।
ওর গায়ে স্বর্ণালী আলোর গুড়ো মেখে দেব।
তারাগুলো নরম ছোঁয়ায় ওকে আদর দেবে।
ওর ছোট্ট ঠোঁট দিয়ে
আকাশের বুক থেকে
ইচ্ছেমত ভালোবাসা তুলে নেবে।
ওকে আমায় দাও।

বেশ এই নাও আমার ছোট্ট পাখিটা।
ওকে তোমার আকাশে ইচ্ছেমত ওড়তে দিও।
গড়ে দিও ভালোবাসার মুক্তো মালা।
ওকে তোমায়'ই দিলাম।
তোমার আকাশেই খুঁজে নিক
ওর পরম নিশ্চিন্ত উষ্ণ আশ্রয়।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
Hasan ibn Nazrul বাহ্ চমৎকার কথামালা
আসাদ জামান বিষন্ন সুমনকে অসংখ্য ধন্যবাদ আর শুভেচ্ছা কবিতাটি আমার খুব খুব ভালো লেগেছে।
বিষণ্ন সুমন সবাইকে ধন্যবাদ আমায় এদ্দিনে কবি হিসেবে স্বীকৃতি পাইয়ে দেবার জন্য !
তানি হক শ্রদ্ধেয় ভাইয়াকে অভিনন্দন!
sakil ovinondon ebong onek onek vhalobasa
এস. এম. কাইয়ুম সুমন ভাই: অভিনন্দন
সূর্য অভিনন্দন দোস্ত।
সালেহ মাহমুদ অভিনন্দন সুমন ভাই। খুব ভালো লাগলো।
আহমেদ সাবের অভিনন্দন বিষণ্ণ সুমন ।

২৪ জানুয়ারী - ২০১১ গল্প/কবিতা: ৭০ টি

সমন্বিত স্কোর

৫.৩৮

বিচারক স্কোরঃ ৩.৪৮ / ৭.০ পাঠক স্কোরঃ ১.৯ / ৩.০

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ছোটবেলা”
কবিতার বিষয় "ছোটবেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ ডিসেম্বর,২০২৪